রতুয়া, ১৮ জুলাই : ফের ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়ার কাহালা এলাকায়। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম লাল মোহাম্মদ।পেশায় ট্রাক্টর ব্যবসায়ী ওই ব্যক্তি শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর এলাকা থেকে কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলেন।
তার সঙ্গে ছিলেন মহম্মদ আলেক নামে আরও এক ব্যক্তি।সেসময় দুই দুস্কৃতি বাইকে করে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতিরা পালিয়ে যায়।ছিনতাইয়ের উদ্দেশ্যেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার পুলিশ।চিকিত্সার জন্য তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে।এদিন আক্রান্ত ব্যবসায়ী লাল মহম্মদ জানিয়েছেন, এদিন রাতে ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সঙ্গে তার এক বন্ধু ছিলেন। সেই সময় আচমকাই দুই জন যুবক বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও তাদেরকে চিনতে পারেননি তিনি। তবে কিজন্য তার ওপর হামলা চালানো হয়েছে তা নিয়ে ধন্দে পড়েছেন তিনি। উল্লেখ্য দিনকয়েক আগেই ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় ব্যবসায়ী শ্যুটআউটের ঘটনা ঘটেছিল।কিছুদিনের মধ্যেই ফের একই ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
আরও খবর পড়ুন : নদী ভাঙন রোধের কাজের সূচনা জেলা সেচ দপ্তরের উদ্যোগে