fbpx

নিয়মভঙ্গ করে ব্যবসা রমরমা! অ্যামাজন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

নিউজ ডেস্ক, ০৩ জানুয়ারী :   FDI এবং FEMA ‌সংক্রান্ত আইনভঙ্গের অভিযোগ ওঠায় দেশের অন্যতম বৃহৎ দুই ই–কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইডি এবং রিজার্ভ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সম্প্রতি এই দুই ই–কমার্স সংস্থার বিরুদ্ধে FDI নীতি এবং ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন (Foreign Exchange Management Act) লঙ্ঘনের অভিযোগ এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT। সংগঠনের সর্বভারতীয় সভাপতি বি.সি. ভারতিয়া জানিয়েছেন, সম্প্রতি অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে চারদফা অভিযোগ জানানো হয়েছে। তারপরই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ Department of Promotion of Industries and Internal Trade বা DPIIT দপ্তর চলতি মাসে চিঠি দিয়ে ইডি ও রিজার্ভ ব্যাংককে অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ, ফ্লিপকার্ট ও আদিত্য বিড়লা গোষ্ঠীর মধ্যে চুক্তির সময় এফডিআই নীতি লঙ্ঘন, বিভিন্ন ই-কমার্স সংস্থাকে যে এফডিআই নীতি মেনে চলতে হয় তার নিয়ম লঙ্ঘন করেছে ওই দুই সংস্থা। এমনকি অ্যামাজনের বিরুদ্ধে ফেমা ও তার বিধিগুলির লঙ্ঘন এবং অ্যামাজন–ফ্লিপকার্ট, দুই সংস্থার বিরুদ্ধে ফেমা ও এফডিআই নীতির লঙ্ঘনের অভিযোগও জমা পড়েছে।

Next Post

বিজেপির তৈরি করোনার টিকা নেব না- অখিলেশ যাদব

Sun Jan 3 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক, ০৩ জানুয়ারী :  মারণ করোনা ভাইরাস থেকে বাঁচার যখন রাস্তা খুঁজছে গোটা বিশ্ব তখন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম এলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেছেন, করোনার টিকা বিজেপির তৈরি। তাই […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!