নিউজ ডেস্ক, ২৩ নভেম্বর : প্রায় ৭ বছর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল সুজয় ঘোষের বাংলা ছবি ‘কাহানি’। ছবি হিট হওয়ার পাশাপাশি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে ওই ছবিতে বব বিশ্বাসের চরিত্রটি। ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শ্বাশত চ্যাটার্জি।
সেই জনপ্রিয় চরিত্রই নিয়েই এবারে তৈরি হচ্ছে আস্ত একটি ছবি। ছবির নামই বব বিশ্বাস। পরিচালনায় রয়েছেন সুজয়ের মেয়ে দিয়া। আর বব বিশ্বাসের চরিত্রে এবার আর শ্বাশত নন৷ রয়েছেন জুনিয়র বচ্চন অভিষেক। বব বিশ্বাসের চরিত্রটি হচ্ছে আদতে একজন সাদামাটা নিখাদ ভদ্র লোকের আড়ালে সিরিয়াল কিলার। জানা গেছে আগামী ২৫ শে নভেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং পর্ব। পঞ্চসায়র সহ অন্যান্য লোকেশনে হবে ছবির শুটিং। তাই ইতিমধ্যেই কলকাতাতে চলে এসেছেন অভিষেক বচ্চন, ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। চলতি বছরের প্রথমদিকে খানিকটা শুটিং হয়ে গিয়েছে এই ছবির৷ কিন্তু করোনার জেরে পরে শুটিং বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে চলায় ফের ছবির শুটিংয়ের তোড়জোড় চলছে।