নিউজ ডেস্ক , রায়গঞ্জ ১৮ সেপ্টেম্বর : প্রয়াত সিপিআইএম নেতা অনিরুদ্ধ ভৌমিক ওরফে বাপির স্মরণে শুক্রবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ৷ এদিন রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চের বারান্দায় এই রক্তদান শিবির আয়োজন করে সিপিআইএম নেতৃত্ব।
সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল, বিপুল মৈত্র সহ অন্যান্য নেতৃত্ব এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। রক্তদান শিবিরে প্রায় ১৫০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পাল। তিনি বলেন, এই করোনা মহামারীর মধ্যেও এই রক্তদান শিবির করার জন্য আর্থিক সহযোগিতা ও মনোবল যারা যুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ দল। সাধারণ মানুষ স্বেচ্ছায় সাগ্রহে এই রক্তদান শিবিরে রক্ত দিতে এসেছেন বলে জানিয়েছেন তিনি৷ রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য সামনে বিধানসভা নির্বাচন।
সেই দিকে তাকিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিপিআইএম সামাজিক বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে গরিবদের কুড়ি টাকা করে দৈনিক খাবার বিলির মত কমিউনিটি কিচেন থেকে শুরু করে রক্তদান শিবির। যাতে আগামীদিনে মানুষের সমর্থন পাওয়া যায়। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ আগামীদিনেও চলবে বলে জানান অপূর্ব পাল।