নিউজ ডেস্ক, ২৪ মার্চ : বিজেপির শহর মণ্ডল সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটায়। বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বিজেপি নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।
এদিন পুলিশ দেহ নামাতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেন। এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। দফায় সংঘর্ষ বাধে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব়্যাফ নামানো হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।জানা যায়, মৃত বিজেপি নেতার নাম অমিত সরকার। সে দিনহাটা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাতে দলীয় সভা করেন তিনি। দিনহাটা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে দলের প্রচারে সক্রিয় ভূমিকা ছিল অমিতের। রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর এদিন সকালে দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করেছে।গোটা বিষয়টি খতিয়ে দেখেন পুলিশের কর্তারা।এদিকে, অবশ্য অস্বাভাবিক মৃত্যুর তত্ত্ব মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। অমিত সরকারকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। ঘটনাস্থলে যান দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন।