বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিডিও, সাহায্যের আশ্বাস চাষীদের

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিডিও, সাহায্যের আশ্বাস চাষীদের

নিজস্ব সংবাদদাতা , করণদিঘি, ০৮ অক্টোবর : টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বন্যার ফলে ঘর বাড়ী ও কৃষি জমি জলের তলায় চলে গিয়েছে। বহু মানুষ আশ্রয় নিয়েছেন জাতীয় সড়কের ধারে।

বন্যার জেরে নাগর নদীর জল বেড়ে যাওয়ায় নদী পার্শ্ববর্তী চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। আলতাপুর ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত, রসাখোয়া ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত ও দোমহনা, কাকরমণি সহ বিস্তীর্ণ এলাকার জমির ফসল নষ্ট হয়েছে। বৃহস্পতিবার সেই সব বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন করণদিঘী বিডিও বিজয় মোক্তান। পাশাপাশি তিনি কথা বলেন ক্ষতিগ্রস্থ চাষীদের সাথে। এলাকা পরিদর্শনের পর কৃষি দপ্তর আধিকারিক ধীরেন ছেত্রী বলেন, প্রায় ২৬০০ হেক্টর জমিতে ধানের ক্ষতি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Next Post

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রের

Thu Oct 8 , 2020
নিউজ ডেস্ক , মানিকচক , ০৮ অক্টোবর : নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর অঞ্চলের শংকরটোলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে,মৃতের নাম সরোজিত মন্ডল। স্থানীয় করমুটোলা এলাকার বাসিন্দা সরোজিত স্থানীয় হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় […]

আপনার পছন্দের সংবাদ