নিউজ ডেস্ক, ২৬ অক্টোবর : করোনা প্রতিষেধকের জন্য বিপুল আর্থিক সাহায্যের দাবিতে বিশ্বব্যাংকের দ্বারস্থ হলো বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের কাছে প্রায় ৫০ কোটি ডলার আর্থিক সাহায্যের দাবি জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে বিশ্বব্যাংক কর্তৃপক্ষ।
উল্লেখ্য চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া মারণ করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। আমেরিকা, ফ্রান্সের মতন তাবড় তাবড় দেশগুলি প্রবলভাবে অর্থনীতিতে ধাক্কা খেয়েছে। ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশ গুলোরও একই পরিস্থিতি। ফলে করোনা অতিমারি ঠেকাতে সকলের এখন প্রধান ভরসা প্রতিষেধক। কিন্তু কবে প্রতিষেধক তৈরি হবে বা কবে বাজারে আসবে তা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে আগে থেকেই করোনা প্রতিষেধক বন্টন ও মজুতের ব্যাপারে উদ্যোগী হলো বাংলাদেশ। এব্যাপারে আর্থিক সাহায্যের দাবিতে বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছে তারা। জানা গেছে বিশ্বব্যাংকের কাছে প্রায় ৫০ কোটি ডলার আর্থিক সাহায্য চেয়েছে তারা। বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ পর্যালোচনা শুরু করেছে। বাংলাদেশ প্রতিষেধক সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং সুষ্ঠু বণ্টনের ক্ষেত্রে এই বিপুল অর্থের সাহায্য চেয়েছে। চলতি আর্থিক বছরে আন্তর্জাতিক উন্নয়ন জোট আইডিএ ১৯ এর অধীন বাংলাদেশের জন্য বরাদ্দ ছাড়াও এই সাহায্য চাওয়া হয়েছে। ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্ক ও বাংলাদেশের মধ্যে বার্ষিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।