নিউজ ডেস্ক , ০৫ ডিসেম্বর : করোনা আবহের মধ্যেও যে সমস্ত ট্রেন চালু রয়েছে সেগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় হচ্ছে। এই পরিস্থিতিতে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে আগামী ৮ই ডিসেম্বর থেকে রাজ্যের মধ্যে সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল। হাওড়া-আজিমগঞ্জ, কলকাতা- লালগোলা, ও কলকাতা – বালুরঘাট এর মধ্যে এই ট্রেন গুলি চলবে বলে শুক্রবার পূর্ব রেল বিজ্ঞপ্তি জারি করেছে।
বালুরঘাট থেকে ট্রেন চালু হলেও রায়গঞ্জের রাধিকাপুর এক্সপ্রেস কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়। এনিয়ে ক্ষোভ ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষের মধ্যে।। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ রাধিকাপুর এক্সপ্রেস কেন চালু করছে না? দীর্ঘ ৯ মাস ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রায়গঞ্জে। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। বিশেষ করে যারা চিকিৎসা, ব্যবসা সংক্রান্ত কাজে কলকাতা চলাচল করেন।। অবিলম্বে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস চালুর দাবিতে সোচ্চার হয়েছেন জেলার সাধারণ মানুষ। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা। শুধু ওই তিনটি ট্রেনই নয়, আগামী ৯’ই ডিসেম্বর থেকে সম্পূর্ণ সংরক্ষিত এগারো’টি স্পেশাল ট্রেন চালাবে। কলকাতা-জয়নগর, কলকাতা–গাজিপুর সিটি ভায়া পাটনা, কলকাতা-গাজিপুর সিটি ভায়া ধানবাদ, কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট, কলকাতা-শিলাঘাট টাউন, হাওড়া- বোলপুর, হাওড়া-আসানসোল, হাওড়া-মালদা টাউন, হাওড়া- রামপুরহাট, শিয়ালদা-বালিয়া, শিয়ালদা-অমৃতসরের মধ্যে ট্রেনগুলি চলবে বলে জানা গেছে। আগামী ৬’ই ডিসেম্বর সমস্ত PRS কাউন্টার ও অনলাইনের মাধ্যমে আসন সংরক্ষণ করা যাবে।