নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী।
উল্লেখ্য গত জুলাই মাসে কেন্দ্রীয় মন্তীত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বাবুল সুপ্রিয়কে। এই ঘটনায় নানা মহলে ক্ষোভ প্রকাশ করছিলেন বাবুল। সেই সময়ে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর টানাপড়েনের বিষয়টিও হঠাৎ সামনে এসে পড়ে। মন্ত্রীত্ব ছাড়ার পর বাবুল যে ফেসবুকে পোস্ট করেছিলেন সেটি নিয়েও কটাক্ষ করেছিলেন দিলীপ। এরপরই ফেসবুকে আবেগ ঘন পোস্ট করে লেখেন আলবিদা। যা নিয়ে জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। উল্লেখ্য বাবুল সুপ্রিয় ২০১৪ সালে লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে রাজ্যের মধ্যে একাই জয়ী হয়েছিলেন৷ দার্জিলিংয়ে জিতলেও সেখানেই গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে জোট ছিল বিজেপির। এরপর জিতেই মন্ত্রী হন তিনি। পরবর্তীতে ২০১৯ সালেও জিতে মন্ত্রীত্ব পেয়েছিলেন বাবুল। কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কেন্দ্রীয় মন্ত্রীসভায় ব্যাপক রদ বদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়৷ তারপরেই তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।