নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৩ নভেম্বর : ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধ করা নিয়ে কৃষকদের সচেতন করতে প্রচার ও সচেতনতা মূলক শিবির করল অনুষ্ঠিত হল হেমতাবাদে। শুক্রবার দুপুরে হেমতাবাদ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড়ে কৃষক বাজারে একটি শিবির করে কৃষক দের ধান – গম ও ফসলের অবশিষ্টাংশ চাষের জমিতে না পোড়ানোর আবেদন করা হয়।
পাশাপাশি একটি টোটো হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালাবে। সঞ্জীব সরকার,দিবেন্দ্যু রায়, যুগল গুরুং সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কৃষি দপ্তরের আধিকারিকরা জানান, জমিতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিলে জমির ক্ষতি হয়। পাশপাশি পরিবেশের ক্ষতি হয়। জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ালে বর্তমানে সরকার সাজা ঘোষণা করেছে। এই সব বিষয় নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।