ফসলের নাড়া পোড়ানো রোধে সচেতনতা শিবির হেমতাবাদে

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৩ নভেম্বর : ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধ করা নিয়ে কৃষকদের সচেতন করতে প্রচার ও সচেতনতা মূলক শিবির করল অনুষ্ঠিত হল হেমতাবাদে। শুক্রবার দুপুরে হেমতাবাদ ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড়ে কৃষক বাজারে একটি শিবির করে কৃষক দের ধান – গম ও ফসলের অবশিষ্টাংশ চাষের জমিতে না পোড়ানোর আবেদন করা হয়।

পাশাপাশি একটি টোটো হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালাবে। সঞ্জীব সরকার,দিবেন্দ্যু রায়, যুগল গুরুং সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কৃষি দপ্তরের আধিকারিকরা জানান, জমিতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিলে জমির ক্ষতি হয়। পাশপাশি পরিবেশের ক্ষতি হয়। জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ালে বর্তমানে সরকার সাজা ঘোষণা করেছে। এই সব বিষয় নিয়ে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

Next Post

করোনা আবহেই হেমতাবাদে অনুষ্ঠিত হতে চলেছে শ্যামা মায়ের পুজো

Fri Nov 13 , 2020
নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ১৩ নভেম্বর : হেমতাবাদ পূর্বপাড়া শ্যামাপূজা কমিটির পরিচালিত পুজোর এই বছর ৫৪ তম বর্ষে পদার্পণ করলো। রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে কাল্পনিক মন্দির তৈরির কাজ শেষের পথে। পাশাপাশি মানানসই আলোক সজ্জায় সুসজ্জিত করা হচ্ছে মন্দির সংলগ্ন এলাকা। প্রতি বছর দুই সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয় এই […]

আপনার পছন্দের সংবাদ