নিউজ ডেস্ক : মালদা জেলার গাজোলে ধর্ষণকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ । প্রসঙ্গত, স্থানীয় আলাল অঞ্চলে শুক্রবার এক মহিলাকে ধর্ষণ করে এক ব্যাক্তি। অভিযোগ, এলাকারই মাসুদুর রহমান নামে এক ব্যাক্তি এই কান্ড ঘটিয়েছে।জানা গেছে, মুক ও বধির ওই মহিলা জমিতে ঘাস কাটার জন্য গিয়েছিল। তাকে একা পেয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর তাকে মেরে ফেলারও চেষ্টা করে অভিযুক্ত ওই ব্যাক্তি। কোনোক্রমে ওই মহিলা পালাতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দা গোপাল কর বলেন, পালিয়ে গিয়ে ওই অত্যাচারিতা অভিযুক্ত মাসুদুর রহমানের বাড়িতে যায় ও তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলে । কিন্তু মাসিদুর রহমানের স্ত্রী তাকে ভয় দেখায়, কাউকে যেন সে এই বিষয়ে না বলে।জানালে, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপর ধর্ষিতা বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে দেয় ও নিজের মাকে গোটা ঘটনা খুলে বলে।
আরোও পড়ুন – শ্বশুর বাড়িতে ফেসবুক লাইভে আত্মঘাতী জামাই
এরপর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে মাসুদুর রহমানের বাড়িতে চড়াও হয়।কিন্তু মাসুদুর রহমান সে সময় বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল গাজোল থানার বিশাল পুলিশবাহিনী। এরপর পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার আশ্বাস দেন। এরপর গাজোল থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে মাসুদুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।শনিবার তাদের মালদা জেলা আদালতে পাঠানো হয়।