
নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ০৪ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনের সশস্ত্র ডাকাত দলকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে গঙ্গারামপুর শহরের কোনও একটি জায়গায় ডাকাতির পরিকল্পনা করেছিল ডাকাত দলের সদস্যারা।
সেই মতো তারা স্থানীয় একটি শ্মশান ঘাট এলাকায় জড়ো হয়। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও দু-একজন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সেখান থেকে। তাদের জেরা করে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি লোহার রড ও দড়ি৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বেলাল মিয়া, বাড়ি পুরাতন গঙ্গারামপুর এলাকায়৷ সঞ্জয় সরকার, বাড়ি হাসপাতালপাড়ার কালদিঘি এলাকায়। গোপাল রায়, বাড়ি কালদিঘি এলাকায়। সুনীল ধর, বাড়ি সুকদেবপুর এবং মঙ্গল মন্ডল, তার বাড়ি মালদা জেলার হবিবপুর এলাকাতে৷ গঙ্গারামপুর থানা আইসি পূর্ণেন্দু কুণ্ডু জানিয়েছেন, ডাকাতির উদ্দেশ্যে তারা শ্মশান ঘাট এলাকায় জড়ো হয়েছিল। তৎপরতার সঙ্গে সেই পরিকল্পনা বানচাল করে ডাকাত দলটিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয় বৃহস্পতিবার৷
