নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : এই করোনাকালে রাজনীতি থেকে ক্রীড়া, রুপোলি পর্দা থেকে বিনোদনজগৎ বহু নক্ষত্রের পতন হয়েছে৷ ক’দিন আগেই প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনার। এবার চলে গেলেন ১৯৮২ বিশ্বকাপের নায়ক ইতালির পাওলো রোসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মারাদোনার পর আর এক কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ফুটবল জগতে।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে তিন এক গোলে হারিয়ে ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে একটি গোল করেছিলেন রোসি। সেবার ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পাওলো রোসি হ্যাটট্রিক ফুটবল প্রেমীদের কাছে আজও স্মরণীয় হয়ে রয়েছে। সেমিফাইনালে তাঁর জোড়া গোলে পোল্যান্ডের বিরুদ্ধে ইতালি জিতেছিল। দেশকে তৃতীয়বার বিশ্বকাপ এনে দেওয়ার পাশাপাশি সেবার ছ’টি গোল করে পাওলো রোসি সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট এবং সেরা খেলোয়াড়ের সোনার বল জয় করে অনন্য নজির গড়েছিলেন। ১৯৭৭ সাল থেকে ৮৬ সাল পর্যন্ত ইতালির হয়ে ৪৮ টি ম্যাচে ২০ টি গোল করেছিলেন জুভেন্তাস ও এসি মিলানের প্রাক্তন স্ট্রাইকার পাওলো রোসি।