নিউজ ডেস্ক ,৮ জানুয়ারী : হাসপাতালের পুলিশ সেলের শৌচালয় থেকে পলাতক বিচারাধীন বন্দী। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।
এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পলাতক বিচারাধীন বন্দীর নাম বিশ্বজিৎ দাস। বাড়ি রায়গঞ্জেই। পুলিশ সূত্রের খবর, নির্দিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল বিশ্বজিৎকে। শনিবার তাকে শারীরিক অসুস্থতার কারনে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়। পরীক্ষার পর তাকে পুলিশ সেলে ভর্তি নেওয়া হয়। রবিবার সকালে অভিযুক্ত শৌচালয়ে গিয়ে প্রথমে সিলিং ভাঙে। তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার জেরে প্রশ্নের মুখে পুলিশ সেলের নিরাপত্তা। পলাতক বন্দীর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।