নিউজ ডেস্ক , ১৮ ডিসেম্বর : শুক্রবার রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের এই সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এদিন রাজ্যে আসার পর কলকাতায় রাত্রিবাস করবেন তিনি। এরপর শনিবার সকালে তিনি যাবেন মেদিনীপুরে।
সেখানে তিনি কৃষকদের সঙ্গে কথা বলবেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলেজ ময়দানে একটি জনসভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও কিছু কর্মসূচি রয়েছে। তিনি হবিবপুরে, ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত তাঁর মাসির বাড়িতে যাবেন। চুয়াড় বিদ্রোহের স্মৃতি বিজড়িত কর্ণগড় মন্দিরে তাঁর যাওয়ার কথা। এই কর্ণগড় থেকে রানি শিরোমণির নেতৃত্বে বিদ্রোহ শুরু হয়েছিল। অন্যদিকে রবিবার শান্তিনিকেতনে যাবেন অমিত শাহ। বোলপুরের একটি জনসভায় যোগ দেবেন তিনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সফরে তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৃহস্পতিবার দুপুরেই মেদিনীপুর কলেজের ময়দানের সভাস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থল ছাড়াও তাঁর পরিদর্শনে স্থানের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন তারা। পাশাপাশি এনিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা দলটি বৈঠক করে রাজ্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে।