নিউজ ডেস্ক, করনদিঘী : করণদিঘী ব্লকের বাজারগাও ২ নম্বর অঞ্চলের বালিয়ামারা থেকে বারমন পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায়। ফলে কাদায় চলাচল করা দুর্বিষহ হয়ে ওঠে।
স্থানীয় গ্রামবাসিদের অভিযোগ এই রাস্তাটি ৩ বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে৷ প্রতিদিন ১০ থেকে ১২ টি গ্রামের বাসিন্দা চলাচল করে। অথচ পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বলার পরেও কোনো কাজ হয়নি। চার চাকার গাড়ি, মোটর বাইক, সাইকেল চলাচল কার্যত বন্ধ৷ মুমূর্ষু রোগীদের নিয়ে যেতেও ঝামেলায় পড়তে হয় গ্রামবাসীদের৷ কারণ রাস্তার খারাপ অবস্থার জন্য কোনো অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে চায় না। তিন কিমি দূরে দাঁড়িয়ে থাকে। রোগীকে খাটিয়া অথবা ভ্যানে করে তিন কিমি নিয়ে যেতে হয়। যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় হয়রানী পোহাতে হচ্ছে গ্রামবাসীদের৷ বাজারগাও ২ নম্বর অঞ্চলের প্রধান সাখাওয়াত আনসারি বলেন, বৃষ্টির জন্য কাজ বন্ধ রয়েছে। বর্ষা পার হলেই ফের কাজ শুরু হবে রাস্তার৷ বকেয়া সমস্ত কাজ শেষ করা হবে।