মানিকচক, ১৪ জুলাই : পঞ্চায়েতের অনাস্থা আটকাতে পঞ্চায়েত সদস্য এবং উপপ্রধানকে দুষ্কৃতী দ্বারা খুনের চক্রান্তের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েত দখলে রয়েছে তৃণমূল কংগ্রেসের।
৭ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন নাহারুল শেখ। বিগত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুটি, নির্দল প্রার্থীরা চারটি এবং কংগ্রেস একটি আসনে জয়লাভ করে। পরবর্তীতে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করে প্রধান নির্বাচিত হন নাহারুল শেখ। পাশাপাশি অন্যান্য সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধী-শূন্য হয়ে পড়ে এই গ্রাম পঞ্চায়েত। তবে মাস কয়েক আগে পঞ্চায়েত প্রধানেরই বিরুদ্ধে ৪ সদস্য অনাস্থা প্রস্তাব আনে ব্লক প্রশাসনের কাছে। সেই প্রস্তাব অনুযায়ী আগামী ১৬ই জুলাই অনাস্থা সভার নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন। তবে অনাস্থা প্রস্তাব আটকাতে পঞ্চায়েতের সদস্য রবিউল ইসলাম ও উপপ্রধান বলাই সাহাকে দুষ্কৃতী দ্বারা খুনের চক্রান্তের অভিযোগ আনা হয়েছে পঞ্চায়েত প্রধান নহারুল শেখের বিরুদ্ধে। এই সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন অনাস্থা প্রস্তাবের পক্ষের সদস্যরা। এই বিষয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্য রবিউল ইসলাম। অন্যদিকে এই ঘটনার পরই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান বলাই সাহা এবং ওই সদস্য রবিউল ইসলাম। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েতের প্রধান নাহারুল শেখ।