নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ০৯ অক্টোবর : কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি -র নেতার বাড়িতে মধুচক্রের আসর বসানোর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার থানা এলাকায়। বৃহস্পতিবার রাতে মালদা শহরের কুট্টিটোলা এলাকার কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কাজী নজরুল ইসলামের বাড়ি থেকে দুজন যুবক এবং দুজন যুবতীকে আপত্তিকর অবস্থায় আটক করে ইংরেজবাজার থানার পুলিশ।
রাতেই বিষয়টি জানাজানি হতেই তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই নেতার বাড়ি থেকে অচেনা কয়েকজন যুবক-যুবতী পুলিশের হাতে ধরা পড়েছিল। তার জের কাটতে না কাটতেই আবার মধুচক্রের আসরের ঘটনায় এবার ওই কংগ্রেস নেতাকে এলাকা থেকে সরানোর দাবী জানিয়েছেন বাসিন্দারা। এদিকে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি’র ওই নেতা অবশ্য পুরো বিষয়টি ভিত্তিহীন বলে দাবী করেছেন।
তিনি বলেন, আমার বাড়িটি ভাড়া দেওয়া ছিল। সেখানে যারা থাকতেন তারা কী কাজ করছেন তা বলতে পারবো না । আধার কার্ডের পরিচয়ের ভিত্তিতে আমি বাড়ি ভাড়া দিয়েছিলাম। হঠাৎ করেই আমার বাড়িতে পুলিশ এসেছিল। তারপর এই ঘটনার কথা জানতে পারি। এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে। এদিকে কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই নেতার আচরনে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনের অপর নেত্রী লক্ষ্মী গুহ। তিনি বলেন, ওই নেতার এটা প্রথম ঘটনা নয় । এর আগেও তিনি মধুচক্রের আসরের সঙ্গে যুক্ত ছিলেন । তার বাড়ি থেকে কয়েক জন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ । আবার একই ঘটনা ঘটলো। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুরো বিষয়টি সংগঠনের রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।