নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৮ অক্টোবর : পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক থানার নুরপুর শ্যামলালপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে মানিকচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম খাসবুন বিবি(২২)। অভিযুক্ত স্বামীর নাম মোহাম্মদ নুরুল। সে পেশায় শ্রমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৪ বছর আগে শ্যামলালপাড়া গ্রামের বাসিন্দা মহম্মদ নুরুল এর সাথে বিয়ে হয় মানিকচকের কোরিয়া সুলতানপুর এলাকার বাসিন্দা ইসলাম মিয়ার মেয়ে খাসবুন বিবির। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। মেয়ের বাড়ির লোকজন বেশ কয়েকবার বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করলেও তার সমাধান হয়নি। আর শনিবার রাতে তাদের বিবাদ চরমে ওঠে।
সে সময় শ্বাসরোধ করে তাদের বাড়ির মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। শনিবার রাতে স্বামী মোহাম্মদ নুরুল ফোন মারফত স্ত্রীর অসুস্থতার কথা পরিবারের লোকেদের জানায়। আত্মীয় পরিজনরা ছুটে এসে দেখেন স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। অপরদিকে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সমস্ত বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মানিকচক ব্লকের বিডিও জয় আমেদ। রবিবার তিনি মানিকচক থানায় গিয়ে পরিবারের লোকের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।