নিউজ ডেস্ক , ৪ ডিসেম্বর : কাজ না করেই লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। মালদার মানিকচকের তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনায় ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত বিষয় ভিত্তিহীন বলে দাবি স্থানীয় ব্লক সভাপতির।
আতঙ্কের প্রহর কাটিয়ে রায়গঞ্জে পৌঁছালো দুর্ঘটনাগ্রস্ত কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
কাজ না করেই লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মালদার মানিকচকের তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মনিরা খাতুনের বিরুদ্ধে। সরকারি বিভিন্ন কাজ খাতায় কলমে হলেও, বাস্তবে কিছু না করেই লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ। ঘটনায় পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে মানিকচক ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দুস্কৃতীদের গুলিতে নিহত ব্যবসায়ী, নেপথ্যে গ্রাম্য বিবাদ
এবিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান তপতী মজুমদার বলেন, তার সময়কালে এই ধরনের কোন কাজ হয়নি। এমনকি এখনও পর্যন্ত তার হাতে এই ধরনের কোনো ভুয়ো বিল পাশ হয়নি।
“দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য রেলের আরও যত্নশীল হওয়া উচিত”-সুকান্ত
তবে এই দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক শোরগোল ছড়িয়ে পড়ে মানিকচক জুড়ে। গোটা বিষয়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। এবিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও সমস্ত বিষয় ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ড: মাহফুজুর রহমান।