নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর : পুজোর প্রাক্কালে ১৫ বছর পর মহানগরী কলকাতায় ফিরল দোতলা বাস। ঝাঁ চকচকে আধুনিক বাস দুটিতে রয়েছে যাত্রীদের স্বাচ্ছন্দও। এমনটাই জানিয়েছে পরিবহণ দফতর। দীর্ঘদিন বাদে ফের কলকাতার রাজপথে দোতলা বাস চলাচল শুরু করায় খুশি সাধারণ মানুষ।
দেড় দশক আগেও তিলোত্তমা কলকাতায় চলাচল করত ঐতিহ্যবাহী দোতলা বাস। মূলত হাওড়া, বেহালা, ব্যারাকপুরের রুটে চলাচল করত দোতলা বাসগুলি। বলা যেতে পারে একসময় কলকাতার গর্ব ছিল এই দোতলা বাস। জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও বাস চড়তেন সেসময়। কিন্তু প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালে বন্ধ হয়ে যায় এই পরিষেবা। তবে পুজোর আগে মঙ্গলবার নবান্নে এই বাস যাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
আপাতত প্রথম পর্যায়ে ২টি দোতলা বাস পথে নামল। পরে বাসের সংখ্যা আরও বাড়িয়ে ১০টি করার পরিকল্পনা রয়েছে রাজ্য পরিবহণ দফতরের। এবারের এই দোতলা বাস শুধুমাত্র পর্যটনের জন্যই নামানো হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে দুটি দোতলা বাস নামাতে খরচ হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা। এর জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট (সিআইআরটি)-এর অনুমতি পেয়েছে পরিবহণ দফতর। নতুন এই দোতলা বাসের রং বদল হয়েছে। পাশাপাশি রয়েছে বেশকিছু আধুনিক ব্যবস্থাও। দুটি বাসেই ছাদ খোলা রয়েছে। আগের থেকে খানিকটা চওড়া রয়েছে সিঁড়িও। রয়েছে সিসি ক্যামেরা, প্যানিক বাটনও। প্রতিটি বাসে আসন রয়েছে ৪৫টি। সবমিলিয়ে পুজোর আগে এই বাস চালু হওয়ায় খুশি ভ্রমণ পিপাসু মানুষেরা।