নিজস্ব সংবাদদাতা, বংশীহারি, ১৬ নভেম্বর : ক্লাবের ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ খোদ ক্লাবেরই তিন সদস্যর বিরুদ্ধে, অভিযুক্তদের তালাবন্দি করে বিক্ষোভক্লাবের নিজস্ব ব্যাংক একাউন্টে গচ্ছিত রাখা প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল ক্লাবেরই তিন সদস্যের বিরুদ্ধে ৷
এই ঘটনাকে ঘিরে সোমবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের
বংশীহারি ব্লকের দৌলতপুরের উত্তর পাড়া ক্লাবে। ক্লাবের ৩ অভিযুক্ত সদস্যকে ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের পাশাপাশি ক্লাবের অন্যান্য সদস্যরা। তাদের অভিযোগ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত পাস বই, চেক এমনকি অন্যান্য নথিপত্র ওই তিনজনের কাছেই থাকত। অথচ মাস দু’য়েক আগে ব্যাংকের একাউন্ট মাত্র ২ হাজার টাকা রেখে বাকি প্রায় ৫ লক্ষ টাকা চন্দন মালাকার, মুকুল রঞ্জন মালাকার ও সৌরভ মালাকার নামে তিন সদস্য তুলে নিয়ে আত্মসাৎ করে বলে অভিযোগ৷ আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ক্লাবের অন্যান্য সদস্যরা। এনিয়ে একাধিকবার বৈঠকের আয়োজন করে অভিযুক্তদের কাছে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তারা। চাপে পড়ে বৈঠকে টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করলেও পরে ভোল বদল করে তিনজন। বাধ্য হয়েই এদিন বিকেলে ওই তিন অভিযুক্ত সদস্যকে ক্লাব ঘরে তালা বন্দি করে রাখেন গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও লক্ষাধিক টাকা ফেরত দেওয়া হয় ক্লাবের সম্পাদক লিটন রায়কে ছেড়ে দেন গ্রামবাসীরা।