নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১২ অক্টোবর : রায়গঞ্জের খলসী এলাকার মৃত্যু পথযাত্রী যুবক শুভঙ্কর রায়ের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি। সোমবার সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল শুভঙ্করের বাড়ি গিয়ে তার হাতে চিকিৎসার জন্য দশহাজার টাকার চেক তুলে দেন।
উল্লেখ্য লকডাউন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পরে শুভঙ্কর। চিকিৎসকেরা জানিয়ে দেন তার দুটি কিডনীই অকেজো হয়ে গিয়েছে। বাবা দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালান। এই পরিস্থিতিতে ছেলের চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছিলো না পরিবারের। সাহায্যের জন্য কাতর আবেদনও জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। এই মর্মস্পর্শী খবর আর সি টি সংবাদে সম্প্রচারিত হওয়ার পরেই অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারে একই পথে হাঁটলো সিপি আই এমের এই প্রাথমিক শিক্ষক সংগঠন। সংগঠনের এই মানবিক উদ্যোগে নতুন করে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে শুভঙ্কর