নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১২ অক্টোবর : জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার সেরবাবর দ্বিফসলী মাঠ এলাকায়।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম নাজিমুল হক।
তার বাড়ি ওই এলাকাতেই। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এদিন এলাকার এক জমিতে মজুরের কাজ করতে গিয়েছিল নাজিমুল। বাড়ি ফেরার সময় এলাকার ইটভাটার সাথে সংযুক্ত ছিল বিদ্যুতের তারটি।সেই তারেই আচমকা বিদ্যুতস্পৃষ্ট হয় সে।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহটি আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ কর্মসুচী। পরে চাঁচল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। উল্লেখ্য লকডাউনে কাজ হারিয়ে জমিতে মজুরের কাজ নিয়েছিল সে। বাড়িতে রয়েছে স্ত্রী, শিশুকন্যা সহ বাবা,মা। পাঁচজনের সংসারে একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।মর্মান্তিক এই ঘটনায় শোকের আবহ এলাকাজুড়ে।