মুরগি মারাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে জখম হল দুই পক্ষের মোট ৯ জন।

নিজস্ব সংবাদদাতা, চোপড়া,  ২৮ অক্টোবর  :   উত্তর দিনাজপুর জেলার চোপড়ার থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হাসখালি এলাকায় মুরগি মেরে ফেলার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে ২ মহিলা সহ জখম হল ৯ জন।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাইক নিয়ে যাওয়ার পথে রাস্তায় একটি মুরগি বাইকের ধাক্কায় মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বাইক আরোহী এবং মুরগির মালিকের মধ্যে বচসা শুরু হয়। পরে তা গন্ডগোলের আকার নেয়। সংঘর্ষে উভয় পক্ষের দুই মহিলা সহ মোট ৯ জন জখম হয়। তাদের মধ্যে ৪ জনের অবস্হা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তরিত করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Next Post

প্রথম দফায় ভোট ঘিরে করোনা আবহের মধ্যেও উৎসবের মেজাজ

Wed Oct 28 , 2020
নিউজ ডেস্ক , ২৮ অক্টোবর :  বুধবার কড়া নিরাপত্তায় সম্পন্ন হচ্ছে বিহার বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মূলত শাসক শিবির এন ডি এ-কে হারাতে এবার মরিয়া লালু পুত্র তেজস্বী যাদব। কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেরুয়া শিবিরকে কড়া টক্কর দিচ্ছে আর জে ডি৷ নির্বাচনের ফল জানতে অপেক্ষা করতে হবে […]

আপনার পছন্দের সংবাদ