ডিজিটাল ডেস্ক : বানরের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট!! বণ্যপ্রাণী সংরক্ষণ ও বানরের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই সুইজারল্যান্ড সরকার এই গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মতো সুইজারল্যান্ডেও বন্যপ্রাণীদের ওপর চলে নানা ধরনের অত্যাচার, আক্রমণ এবং এমনকি হত্যাও। একশ্রেণির মানুষের লালসা চরিতার্থ করতে গিয়ে এখন পুরোপুরি বিলুপ্ত হওয়ার পথে দেশটির বহু বিরল প্রজাতির পশুরা। তাই দেশটিতে বানরসহ অন্যান্য প্রাণীর মৌলিক অধিকার রক্ষায় আঞ্চলিক সংবিধান সংশোধন করার জন্য হবে এই গণভোট!!
জানা গেছে, এই গণভোটের জন্য সুইজারল্যান্ডের বাসেল শহরের উওর ক্যান্টন এলাকায় প্রায় এক লাখ মানুষের কাছ থেকে সাক্ষর গ্রহন করা হয়েছে, যাতে প্রাণীদের মৌলিক অধিকার দেশে বৈধতা পায়।এদিকে সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে এই গণভোটের বৈধতা দেওয়ার বিরুদ্ধে একটি আবেদনও জমা পড়েছিলো, যদিও দেশটির সর্বোচ্চ আদালত সেটি নাকচ করে দিয়েছে