পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর আহত ১

গঙ্গারামপুর, ২৫ জুলাই : পাথর বোঝায় লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। রবিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত ৫-নম্বর দমদমা গ্রাম পঞ্চায়তের কালদীঘির গ‍্যাস গোডাউনের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কে।

পুলিশ জানিয়েছে মৃতদের নাম শিবলাল মুর্মু ও বচ্চন মুর্মু। তাদের বাড়ি বাড়ি মালদা জেলার গোপালপুর এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরে কুমারগঞ্জ এলাকায় এক আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল তিন বন্ধু। কিন্তু উলটো দিকে রাস্তায় পাথর বোঝাই লরি দাঁড়িয়ে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে সজোরে ধাক্কা মারে বাইকটি৷ দুর্ঘটনায় রাস্তায় ওপর ছিটকে পড়ে তারা৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের৷ স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আহত একজনকে হাসপাতালে পাঠায়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর পড়ুন : কাশ্মীরে চার সন্ত্রাসবাদীকে নিকেশ করল বাহিনী 

Next Post

মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য, সরব সংগঠন নেতৃত্ব

Sun Jul 25 , 2021
হেমতাবাদ, ২৫ জুলাই : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জেরে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে হেমতাবাদ ব্লকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি […]

আপনার পছন্দের সংবাদ