ডিজিটাল ডেস্ক : মিশরের রহস্য আজও অব্যাহত ! সেখানে এখনও পর্যন্ত যে কত কি লুকিয়ে আছে তার ইয়ত্তা নেই। সম্প্রতি সেখানকার পুরাতত্ববিদেরা কয়েক হাজার বছরের পুরনো ১৩টি মমি খুঁজে পেয়েছেন। এগুলি সাহারা মরুভূমির গভীরে সাক্কারা নামের একটি সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে। জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
এই মমিগুলি নিয়ে এখন গবেষণা চলছে। উঠে আসছে বহু তথ্যও। গবেষক দলের অনুমান, মমিগুলি প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। এত দিন পরেও সেগুলি যথেষ্ট ভাল অবস্থাতেই রয়েছে। এমনকি কাঠের কফিনগুলির গায়ে রংও ভাল অবস্থাতেই রয়েছে। এছাড়াও ওই সামধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস (Sarcophagus) পাওয়া গিয়েছে।
বোতলাকৃতি, মানুষের মতো নক্সা যুক্ত এই সিল করা পাত্রগুলি অন্তেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হত।মিশরের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কফিনগুলি একটির উপর আর একটি সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলি মাটি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গিয়েছে।