লকডাউনে সাধারণ মানুষের পাশে ১ টাকার ডাক্তারবাবু

লকডাউনে সাধারণ মানুষের পাশে ১ টাকার ডাক্তারবাবু

নিউজ ডেস্ক , ১১ই সেপ্টেম্বর :  করোনা পরিস্থিতিতে দিনরাত এক করে মানুষের সেবা করে চলেছেন জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষেরা। বর্তমানে যেখানে কিছু কিছু ক্ষেত্রে মানুষ ডাক্তারের ফিস দিতে সর্বস্ব হারাতে হয় এমনকি লকডাউন পরিস্থিতিতে ডাক্তারবাবু খুঁজতে নাভিশ্বাস অবস্থা অনেকের সেখানে এমন ডাক্তারও রয়েছেন

যারা দিনরাত এক করে এই করোনা ভাইরাসের হানাদারির মধ্যেও মানুষের সেবা করে চলেছেন। এবছরই কয়েকমাস আগে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। দীর্ঘ ৫ দশক ধরে মাত্র ১ টাকায় রোগী দেখে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book of World Records) এও নিজের নাম তুলেছেন বোলপুরের ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় (Sushovan Banerjee)। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তিপক্ষ তার বাড়িতে এসে এই পুরষ্কার তুলে দেন তার হাতে। এর পাশাপাশি তার বিশ্বের দরবারে এসেছে নানান স্বীকৃতি।

এক সময়কার দাপুটে এই কংগ্রেস বিধায়ক দীর্ঘ ৫৭ বছর ধরে ১ টাকা ভিজিটে ২০ লক্ষ রোগীর চিকিৎসা করেছেন। ইংল্যান্ড এর লোভনীয় চাকরি ছেড়ে চলে আসেন দেশের মাটিতে। তারপর থেকে বোলপুরে ডাক্তারি শুরূ তার। দেশ বিদেশ থেকে বহু মানুষ তার কাছে আসেন চিকিৎসা করাতে। প্রতিদিনে কমপক্ষে ১৫০ জন রোগীর চিকিৎসা করেন তিনি।

আশেপাশের দূর দুরান্তের মানুষের একটাই ভরসার জায়গা তার চেম্বার। তবে বর্তমানে বেশ অসুস্থ তার শরীর। তা সত্ত্বেও বন্ধ নেই তার চেম্বার। এলাকাবাসীরা তার এই কাজ কে কুর্নিশ জানিয়ে তার আবক্ষ মূর্তির নির্মাণ করেছেন বোলপুরের মাটিতে। দিনরাত এক করে এখনও প্রতিদিন নিয়ম করে রোগীর চিকিৎসা করে চলেছেন বোলপুরের ১ টাকার ডাক্তারবাবু সুশোভন বন্দ্যোপাধ্যায়।

Next Post

ভাঙ্গনে সহায়তা না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার হুশিয়ারী ভাঙ্গনগ্রস্ত পীড়িতরা

Fri Sep 11 , 2020
নিউজ ডেস্ক , রতুয়া ১১ই সেপ্টেম্বর : এবারেও একযোগে ভাঙ্গন শুরু গঙ্গা ও ফুলহার দুই নদীতে। ভাঙ্গনে বিধ্বস্ত নদী পাড় সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যে অন্যত্র যেতে শুরু করেছেন ভাঙ্গনগ্রস্ত এলাকার বাসিন্দারা। প্রশাসনিক সাহায্য না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি ভাঙন পীড়িতদের। গঙ্গা-ফুলহরের বন্যা ও ভাঙনে বেশ কয়েক বছর ধরেই […]

আপনার পছন্দের সংবাদ