নিউজ ডেস্ক , ১১ অক্টোবর : তিনি বিগ বি। বিগত কয়েক দশক ধরে যার অভিনয় এবং কন্ঠের ভক্ত গোটা দেশ। দেশ বললে খানিকটা ভুল বলা হবে, বরং বিদেশেও সমানভাবে জনপ্রিয় বলিউডের শাহেনশা। রবিবার অর্থাৎ ১০ই অক্টোবর ৭৮ বছরে পদার্পণ করলেন অমিতাভ বচ্চন। রাত ১২ বাজতে না বাজতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে।
আজকের দিনেই ১৯৪২ সালে ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন।
১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু অমিতাভ বচ্চনের। এরপর একের পর এক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। এ ছাড়াও ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। বিশ্ব চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানের জন্যে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লেজিওঁ দনরের নাইট উপাধিতে ভূষিত করেন। ২০১৯ সালে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারেও সম্মানিত হয়েছেন অমিতাভ বচ্চন। তবে অন্যান্য বছরের মতো এবছর কোনো আড়ম্বরতা থাকছে না বিগ বি জন্মদিনে। কারণ কয়কমাস আগে স্ত্রী জয়া বচ্চন বাদে বিগ বি সহ গোটা পরিবারের অন্যান্য সদস্যরা কোভিড আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সকলেই সুস্থ এবং অমিতাভ বচ্চনও ফিরেছেন কাজে। তাই বিশেষভাবে প্রার্থনার মধ্য দিয়েই এবছরে জন্মদিনটি তিনি উদযাপন করবেন বলে জানা গিয়েছে।