২৪ দিন পর হাসপাতাল ছাড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ২৪ দিনের চিকিৎসার পর বৃহস্পতিবার (Thursday) হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, রাজ্যপালের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার ও কাজের চাপ কম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ২২ এপ্রিল (22nd April) বাম কাঁধে ব্যথা ও বুকে অস্বস্তি অনুভব করলে তাঁকে প্রথমে আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে স্থানান্তর করা হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানেই পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে হৃদযন্ত্রে সামান্য ব্লকেজ। এর পর চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলতে থাকে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি ফিরে যান রাজভবনে (Raj Bhavan)।

আরও পড়ুনঃ দেড় ঘণ্টার চরম আল্টিমেটাম! মুখ্যমন্ত্রীর দেখা না মিললে আরও ভয়ঙ্কর হবে SSC আন্দোলন

হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যপালের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক (১০০%), রক্তচাপ ও শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে। তবে পরবর্তী মেডিক্যাল চেকআপ না হওয়া পর্যন্ত তাঁকে কঠিন বা অতিরিক্ত কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজভবনের তরফেও জানানো হয়েছে যে রাজ্যপাল আনন্দ বোস বর্তমানে সুস্থ রয়েছেন এবং রাজভবনে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন। তবে শারীরিক সুস্থতার স্বার্থে আপাতত সরকারি কর্মসূচিতেও কিছুটা রাশ টানা হবে বলে জানা গিয়েছে।

Next Post

'চাকরি চোর' স্লোগানে ঘেরা মেয়র, সাংবাদিক মারধরে তোলপাড়

Thu May 15 , 2025
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার বিকাশ ভবনের (Bikash Bhawan) সামনে এসএসসি ২০১৬ প্যানেলের ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ অভিযান চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়। ঘেরাও অভিযান চালাতে গিয়ে তারা লোহার বিশাল গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেন। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকেও। এ সময় আচমকা বিকাশ ভবনের ভিতরে ঢুকে যান বিধাননগর পৌরনিগমের […]

আপনার পছন্দের সংবাদ