করণদিঘী, ১৯ জুন : রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরেই বেহাল দশা করণদিঘী ব্লকের রসাখোয়া হাটটির।হাটে যাতায়াতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় অল্প বৃষ্টিতেই তাতে জল জমে যায়। হাটে থাকা শৌচালয়গুলিও বেহাল হয়ে পড়েছে।
যেকারণে হাট করতে এসে সমস্যায় পড়তে হয় ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষকেই।ফলে সরকার অধিগৃহীত এই হাটটির আমূল সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। শনিবার রসাখোয়া হাট পরিদর্শনে আসে করণদীঘির বিধায়ক গৌতম পাল।এছাড়াও করণদীঘি থানার আইসি সঞ্জীব সেনাপতি, বিডিও নিতিশ তামাং, পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এদিনের পরিদর্শন কর্মসুচীতে। হাটটির পরিকাঠামোগত উন্নয়নের জন্য ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে এলাকার মাপজোকও করা হয় এদিন। পাশাপাশি হাটটির উন্নয়ণে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেজন্য হাট কমিটির সদস্য ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক গৌতম পাল। গৌতমবাবু জানিয়েছেন, রসাখোয়া হাটটি বহু পুরনো। উত্তর দিনাজপুর জেলা তথা , অন্য জেলা, পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও এই হাটে আসেন ব্যবসায়ী ও ক্রেতারা। কিন্তু হাটটি বহুদিন ধরেই সংস্কারের অভাবে বেহাল দশা। এটি ঠিক করার দাবী বহুদিন থেকেই জানিয়ে আসছিল ব্যবসায়ীরা। সেইমত এদিন হাটটি প্রশাসনের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা হয়। হাটটির সংস্কারে কি কি উদ্যোগ নেওয়া যায় তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।