নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : দিনহাটা শহরে শিশু নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রবিবার। এদিন দুপুর বারোটা নাগাদ শহরের গোসানী রোডে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। এই ঘটনার এক ঘন্টার মধ্যেই ফিরে পাওয়া গেল সেই শিশুকে।
লারা ও আকামাসের ঠিকানা হতে চলেছে দার্জিলিং
ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের গোসানি রোড এলাকার কৃষি ফার্ম সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, সাত বছরের ওই শিশু এদিন সকালে ছবিবআঁকা করতে না চাওয়ায় তার মা তাকে বকা দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ফলে,উদ্বিগ্ন হয়ে পরে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। ইতিমধ্যেই ওই শিশুর এক আত্মীয়ার কাছে ফোন আসে এবং শিশুটি তার মায়ের ফোন থেকে ফোন করে বলে যে, তাকে ৭-৮ জন মিলে কিডন্যাপ করেছে। বাড়ির থেকেই অদূরে তাকে আটকে রাখা হয়েছে।
প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে
খবর পেয়ে ছুটে আসেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সকলেই ওই এলাকায় পৌঁছে মোবাইল ফোনের ট্রাকিং এর মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করে। এরপর দ্বিতীয়বারের জন্য শিশুটির কাছে থাকা মায়ের মোবাইল নম্বর থেকে আবারো পুনরায় ফোন আসে এবং শিশুটি বলে সন্ধ্যে সাতটার সময় তাকে ছেড়ে দেবে। এরপর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করে। সেই সময় শিশুটি তার বাড়িতেই লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে । তাদের বাড়ির সামনে একটি ছোট টেম্পো গাড়ি রাখা ছিল।
পাগলা ষাড়ের দাপাদাপিতে আতংক ছড়িয়েছে কালিয়াগঞ্জ শহরে
সেই গাড়িটি তার বাবা ব্যবসার কাজে ব্যবহার করেন, সেই সময় ওই শিশুটি ওই গাড়ি থেকে বেরিয়ে আসে। এরপরই পুলিশ তার সাথে কথা বলার চেষ্টা করে, দীর্ঘক্ষণ কথা বলার পরে সে জানায়, সকালে তার মা তাকে বকা দিয়েছিল। সেই কারণে সে লুকিয়ে ছিল। এদিন দিনহাটা থানার আইসি সুরজ থাপা বলেন, অতিরিক্ত টিভি ও মোবাইলে কার্টুন দেখার ফলেই শিশুদের এই ধরনের কাজকর্ম লক্ষ্য করা যাচ্ছে।