ডিজিটাল ডেস্ক : লাদাখে নতুন করে চিনের সঙ্গে ভারতের সীমান্ত এলাকায় উত্তেজনার পারদ চড়ছে ক্রমশ। প্যাংগং সো-এর দক্ষিণে যেভাবে লাল ফৌজের বাড়বাড়ন্ত থামিয়ে দিয়েছে ভারতীয় সেনারা তাতে ক্রমেই ঘোরালো হচ্ছে পরিস্থিতি। ভারত যে চিনকে যেমন খুশি জবাব দিতে পারে তা ইতিমধ্যেই বুঝে গিয়েছে চিন। অত্যাধুনিক নানান যুদ্ধ সামগ্রী দিয়ে বেশ কিছু প্রভাবশালী দেশ দিয়ে যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে তাতে ঘুম উড়ে গিয়েছে বেজিংয়ের।
জানা গেছে, চিনের তরফ থেকে ইতিমধ্যেই বৈঠকের জন্য আর্জি জানানো হয়েছিল। আবেদনে সাড়া দিয়ে বৈঠকে রাজি হয়েছে ভারতও।
শুক্রবার মস্কোর মেট্রোপোল হোটেলে ভারতীয় সময় রাত ১০টা নাগাদ আলোচনায় বসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াং ই। গলওয়ান সংঘর্ষের পর এই প্রথম দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে এই বৈঠক।
এই মূহূর্তে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ার রাজধানী মস্কোতে রয়েছে।
রাশিয়ার সঙ্গে ভারতের বেশকিছু সমরাস্ত্র সরবরাহ চুক্তিও সম্পন্ন হয়েছে। এ ছাড়া ভারতের আবেদনে সাড়া দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তারা পাকিস্তানকে কোনও অস্ত্র সরবরাহ করবেন না।
চিন ভারতের কাছে যখন আলোচনার প্রস্তাব রাখছে, সেই সময়ে লাদাখ সীমান্তে পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে চিনের সংগঠিত আক্রমণের সম্ভাবনা দেখছেন ভারতের চিফ অফ ডিফেন্স বিপিন রাওয়াত।
চিনের সঙ্গে সীমান্ত সমস্যা ক্রমে উত্তেজনাকর পরিস্থিতির দিকে এগোচ্ছে। এর সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে আর এক প্রতিবেশি পাকিস্তানও। এমনটাই অনুমান ভারতীয় সেনা কর্তাদের।
আর তাই আগেভাগেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ রাওয়াত। তিনি এমনও হুমকি দিয়ে রাখলেন, পাকিস্তান কোনওভাবে যদি আক্রমণের পথে হাঁটে তবে বড় ক্ষতির মুখে পড়বে হবে তাদের। শুক্রবার যে মঞ্চ থেকে বিপিন রাওয়াত এই হুঁশিয়ারি বার্তা শোনালেন সেই মঞ্চটাও বেশ গুরুত্বপূর্ণ।
এ দিন ভারত মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সেমিনারে বক্তব্য রাখেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ।
আরও পড়ুন : পথ হারানো তিন চিন নাগরিককে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়ে মানবিকতার পরিচয় দিল ভারতীয় সেনা