যুবককে কুপিয়ে খুনের চেষ্টা দুইবন্ধুর

হরিশ্চন্দ্রপুর, ১৫ জুলাই : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বালাপাথর এলাকায়।পুলিশসুত্রে জানা গেছে আক্রান্ত ওই যুবকের নাম তহিদুর রহমান।অভিযোগ, মহম্মদ বাবু ও তার এক বন্ধু ঘুরতে যাওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে যায়।

এরপরেই বাড়ির পাশেই রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ওই যুবককে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় আক্রান্ত ওই যুবককে। পুরনো কোন আক্রোশ থেকেই তার দুই বন্ধু তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল বলে দাবী পরিবারের। এবিষয়ে আক্রান্ত যুবকের দাদা মহম্মদ আলাউদ্দীন জানিয়েছেন, বুধবার রাত ৮টা নাগাদ গ্রামেরই বাসিন্দা তার দুই বন্ধু ঘুরতে যাওয়ার কথা বলে তার ভাইকে ডেকে নিয়ে যায়। এরপরে রাত ৯.৩০ নাগাদ তার মা বাড়ির বাইরে গিয়ে দেখে তার ভাই রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু জখম গভীর হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় মহম্মদ বাবু ও মাজেদ আলির নামে দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার।

আরও খবর পড়ুন : নিম্নমানের উপকরণ দিয়ে কাজের অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের

Next Post

রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

Fri Jul 16 , 2021
নিউজ ডেস্ক, ১৬ জুলাই : পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৯ আগস্ট রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীর আসনে ভোট হবে। বিজ্ঞপ্তি নিয়ে জানাল কমিশন। গত ফেব্রুয়ারি মাসে দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) সংসদে দাঁড়িয়ে ওই পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আসনটি […]

আপনার পছন্দের সংবাদ