মেলেনি পাকা সেতু, বঞ্চনার অন্ধকারে গ্রামের মানুষ

মেলেনি পাকা সেতু, বঞ্চনার অন্ধকারে গ্রামের মানুষ

নদীর দুপারে যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। যার উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। আর এবারে পাকা সেতুর দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনকি ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। নদীর ওপরে পাকা সেতু নির্মাণের জন্য বহুবার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু কোন ব্যবস্থা হয়নি এখনো।

 ভোট আসে ভোট যায় কিন্তু নদীর ওপরে নির্মিত হয় না পাকা সেতু। আর এবারে পাকা সেতুর দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এমনকি ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে।

জানা গেছে, পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চল এবং রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বুক চিরে বয়ে গেছে মহানন্দা নদী। এই নদীতে গ্রামবাসীরা বছরের পর বছর ধরে অস্থায়ী বাঁশ-কাঠের সেতু পেরিয়ে যাতায়াত করছেন। যা বর্ষাকালে ভেঙে যায়। ওই সময় গ্রামবাসীদের পারাপারের জন্য একমাত্র নৌকার উপরেই ভরসা করতে হয়। ফলে নদী পারাপার করতে গিয়ে এলাকাবাসীদের দুর্ভোগ চরমে ওঠে।

আরও পড়ুন –  পথশিশুর যৌন নির্যাতন,৪০ দিনের মধ্যে অপরাধীর ফাঁসির সাজা দিল আদালত

এই পরিস্থিতিতে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের বাসিন্দারা বহু বছর ধরে নদীতে পাকা সেতুর দাবী জানিয়ে আসছেন। দাবি পূরণে মিলেছে প্রশাসনিক আশ্বাসও। কিন্তু এখনও পর্যন্ত পাকা সেতুর তৈরির ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। যার বিরুদ্ধে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন বলরামপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসীন্দারা। তারা একজোট হয়ে বলরামপুর গ্রামে তুমুল বিক্ষোভ দেখান।

অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন এই সাগর ওপর দিয়ে চলাফেরা করতে যথেষ্ট কষ্ট হয়। বর্ষার সময় জল বাড়লে নৌকায় যাতায়াত করতে হয় বারবার পাকা সেতুর দাবি জানানো হলেও কোন ব্যবস্থা হয়নি বলে অভিযোগ।

অপরদিকে এই খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। শেষ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেও অবিলম্বে পাকা সেতু তৈরির উদ্যোগ গ্রহণ না করলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

কালো ধোঁয়ায় ঢেকে গেল হাসপাতাল চত্বর! তারপর যা ঘটলো

 

Next Post

আগামী পাঁচমাসের মধ্যে ভারতে আসতে চলেছে ক্যানসারের ভ্যাকসিন

Tue Feb 18 , 2025
বর্তমান পৃথিবীতে ক্যানসার রোগ মূর্তিমান আতংকের অপর নাম। প্রায় মহামারীর মত ছড়িয়ে পড়ছে এই রোগ। গোটা বিশ্বজুড়ে ক্যানসার রোগ নিরাময় নিয়ে গবেষণা চললেও এখনো সেই অর্থে মেলেনি সাফল্য। মেলেনি পাকা সেতু, বঞ্চনার অন্ধকারে গ্রামের মানুষ তবে মহিলাদের ক্যানসার প্রতিরোধে আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে ভারতের বাজারে আসতে চলেছে টীকা। সম্প্রতি সংবাদমাধ্যমে […]

আপনার পছন্দের সংবাদ