
নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৮ এপ্রিল : সংস্কারের অভাবে প্রায় দেড়বছর ধরে অকেজো হয়ে রয়েছে সরকারী মার্শাল পাম্প।এমনকী প্রখর গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে এলাকায় থাকা নলকূপ, কুয়োগুলিও।ফলে তীব্র জলসংকটে পড়েছে চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের ভুটি ঝাড়ি দেবনাথ পাড়ার বাসিন্দারা।
এলাকায় জল না মেলায় পানীয় জল আনতে হচ্ছে প্রায় ৫কিলোমিটার দূরে থাকা দেবীঝোরা চা বাগান থেকে।ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর গরমে মাস তিনেক তীব্র জলকষ্ট থাকে এলাকাজুড়ে।অকেজো মার্শালটি ঠিক করার জন্য বিভিন্ন দফতরে দরবার করা হলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি।ফলে এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দা অজয় দেবনাথের বক্তব্য, প্রতিবছর এই দেবনাথ পাড়ায় জলের সমস্যা দেখা যায়।বছরের তিন মাস মূলত এ সমস্যা থাকে। এই গ্রামে সরকারিভাবে একটি মার্শাল দেওয়া হলেও প্রায় দেড় বছর ধরে সেটি অকেজো হয়ে পড়ে রয়েছে।ফলে ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে বয়ে আনা জলের উপর নির্ভর করতে হয় গ্রামের সব মানুষকে। এই জল দিয়েই সারতে হয় স্নান, খাওয়াসহ দৈনিক সমস্ত কাজ সম্পন্ন করতে হয়। বহু দিন থেকে জলের সমস্যা সমাধানের জন্য দরবার করা হলেও কোন উদ্যোগ গৃহীত হয়নি ।অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন ক্ষুব্ধ স্থানীয়রা।
