রায়গঞ্জ , ০১লা সেপ্টেম্বর : আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে নাগরিক পরিষেবা প্রদানে তাদের ভূমিকা সর্বাগ্রে। পুলিশকর্মীদের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হল রাজ্যের বিভিন্ন প্রান্তে। করোনা আবহে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও পালিত হল পুলিশ দিবসের নানান অনুষ্ঠান।
বুধবার উত্তর দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে পুলিশ দিবস পালিত হয়। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট পড়িয়ে সচেতনতা বার্তা দেন পুলিশকর্মীরা। বাইক আরোহীদের ফুল, মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী তুলে দেন পুলিশকর্মীরা। নিয়ন তামাং, দিলীপ দাস, শিশির দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আগামী একসপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। অপরদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উদযাপিত হলো পুলিশ দিবসের নানান অনুষ্ঠান। এদিন পুলিশকর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। মেডিক্যাল কলেজ কর্তপক্ষের কাছ থেকে এই সম্বর্ধনা পেয়ে আপ্লুত পুলিশকর্মীরা। ডি এস পি হেডকোয়ার্টার রিপন বল, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল কৌশিক সমাজদার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।