ডালখোলা, ১লা সেপ্টেম্বর : সোমবার সন্ধ্যায় ডিউটিতে যাওয়ার সময় একটি গ্যাসের ট্যাংকারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন করনদীঘি থানার পাঁচপীর এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ার কুন্তল দাস। বর্তমানে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বুধবার পুলিশ দিবস উপলক্ষে গুরুতর আহত ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডালখোলা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডলের হাতে আর্থিক অনুদান তুলে দিলেন ডালখোলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ সরকার। অপরদিকে এদিন ডালখোলা মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ডালখোলা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের হাতে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ডিউটিতে যাওয়ার সময় এক গ্যাসের ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। তার বাড়ি করণদিঘী থানার পাচপীর এলাকায়। এদিন ডালখোলায় জাতীয় সড়কে ট্রাফিক গার্ডে ডিউটিতে যাওয়ার সময় বিন্দাবাড়ি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে করণদীঘি গ্রামীণ হাসপাতাল, পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এঘটনায় সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। সেকারণে বুধবার পুলিশ দিবস উপলক্ষ্যে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডলের হাতে আহত ওই সিভিক ভলেন্টিয়ারের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তুলে দিল যুব তৃণমূল কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি রাকেশ সরকার ও ডালখোলা মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক রাজেশ গুপ্তা। রাকেশ সরকার বলেন বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও রোদ বৃষ্টি উপেক্ষা করে কর্তব্য পালন করে চলেছেন সিভিক ভলেন্টিয়াররা। তাদের মধ্যে কুন্তল দাস একজন। তাই আমরা চিকিৎসার জন্য কুন্তলের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করবো আমাদের মতো আরো অনেকেই কুন্তলের চিকিৎসার জন্য এগিয়ে আসবে এবং খুব শীঘ্রই কুন্তল সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। যুব তৃণমূল কংগ্রেস ও মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন।