নিউজ ডেস্ক , ১৬ এপ্রিল : ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর উপলক্ষে পাঁচ দশকের সেরা ৫ জন ক্রিকেটারকে বেছে নিলো উইজডেন।
গত শতাব্দীর নয়ের দশকের সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকর, নয়ের দশকের সেরা কপিল দেব এবং নতুন শতাব্দীর দ্বিতীয় দশকের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার ঝুলিতে রয়েছে ৪২ টি সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ১২ হাজারেরও বেশি করে ফেলেছেন তিনি। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। তারপর আর ফিরে তাকাতে হয়নি বিরাটকে। নয়ের দশকে উত্থানের সময় শচীনের। এরপর ওয়ানডে ক্রিকেটে একাধিক নজির সৃষ্টি করেছেন তিনি। তেমনই আটের দশকের সেরা ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালে ভারতকে প্রথম বিশ্বকাপও এনে দিয়েছিলেন তিনি। পাশাপাশি দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেও দেশের হয়ে তার পারফরম্যান্স বরাবরই ভালো। ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ প্রথমবারের জন্য জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। মেয়েদের সেরা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বেথ মুনি। পাশাপাশি টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটার কিরন পোলার্ড।