আগামী ২৫ শে সেপ্টেম্বর জঙ্গী আন্দোলন জেলা জুড়ে,কৃষি বিলের বিরুদ্ধে হুঙ্কার জেলা বামফ্রন্ট আহ্বায়ক অপূর্ব পালের

আগামী ২৫ শে সেপ্টেম্বর জঙ্গী আন্দোলন জেলা জুড়ে,কৃষি বিলের বিরুদ্ধে হুঙ্কার জেলা বামফ্রন্ট আহ্বায়ক অপূর্ব পালের

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ২২ সেপ্টেম্বর :  কৃষি বিলের বিরুদ্ধে আগামী ২৫ শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলা জুড়ে জঙ্গি আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে উপস্থিত থাকবেন শুভবুদ্ধি সম্পন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনই হুমকি দিলেন উত্তর দিনাজপুর সি পি আই এম-এর জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী আচরণ করে চলেছে দীর্ঘদিন ধরেই। তার ওপর কৃষি বিল পাসের মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণ থেকে কৃষি সেক্টরকে দুরে সরিয়ে রাখতে চাইছে। এর ফলে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভ করবে। ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও সাধারণ মানুষ। কৃষিজাত পণ্যের নির্দিষ্ট বাজারমূল্য আর নিয়ন্ত্রণে থাকবে না। যা শুধুই ঊর্ধ্বমুখী হবে। ফলে দুর্বিষহ হয়ে উঠবে সাধারণ মানুষের জীবন।

তাই এই জনবিরোধী বিলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চায় বামপন্থীরা। গরীব মানুষেরাই বামপন্থীদের বন্ধু। এ দিন অপূর্ববাবু আরও বলেন, আগামী ২৫শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ১৬ টি জায়গায় বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত হবে। হাজার হাজার মানুষ সেই আন্দোলন কে জঙ্গী আন্দোলনের রূপ দেবে বলেও হুমকি দেন অপূর্ব পাল। অন্যদিকে, বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই (DYFI) এর পক্ষ থেকে আসন্ন পুজোর মরসুমে যে রক্ত সংকট দেখা দেবে তার নিরসনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করবে,বলে জানান অপূর্ব বাবু। এদিন সাংবাদিক সম্মেলনে অপূর্ব পালের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ডি ওয়াই এফ আই এর সম্পাদক সুরজিৎ কর্মকার।

Next Post

নতুন ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

Tue Sep 22 , 2020
ডিজিটাল ডেস্ক :  এইচবিও ম্যাক্সের নতুন সিরিজ “World of Calm”-এর কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইনসলেট। সিরিজে বিখ্যাত সেলেবরা কথা বলে দর্শকদের ব্যস্ত, একঘেয়ে দৈনন্দিন জীবন থেকে দূরে নিয়ে যেতে ও মানসিক অবসাদমুক্ত সহায়তা করবে। মঙ্গলবার ট্যুইটারে এই বিষয়ে জানান প্রিয়াঙ্কা চোপরা (Priyanka Chopra)। Excited to join such an […]

আপনার পছন্দের সংবাদ